E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজবাড়ীতে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

২০২২ জানুয়ারি ৩০ ২৩:২৯:০৩
রাজবাড়ীতে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে ঘটনা স্থলে তিনজন নিহত হয়েছেন।এছাড়াও দুই জন আহত হয়েছে।

রবিবার (৩০ই জানুয়ারি) রাত ৮টার কিছুক্ষণ পর উপজেলার বসন্তপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুর জেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারের সভাপতি মো. কামরুজ্জামান মিঠু (৪০)ও প্রাইভেটকার চালক মাসুদ মৌলভী (৪৫)। দুর্ঘটনায় নিহত আরেক জনের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় প্রাইভেটকারের আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, রবিবার রাত আটটার কিছুক্ষণ পর গোয়ালন্দ মোড় থেকে একটি ট্রাক ফরিদপুর যাওয়ার সময় বসন্তপুরের রেলক্রসিং এলাকায় স্প্রিড ব্রেকারের কাছে দ্রুত গতিতে ব্রেক করে। পেছন থেকে ফরিদপুর গামী দ্রুত গতির একটি প্রাইভেটকার স্প্রিড ব্রেকারের কাছে ঐ ট্রাকের নিচে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

আহলাদীপুর হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে তিনজন মারা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে আহলাদীপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

(এমকে/এএস/জানুয়ারি ৩০, ২০২২)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test