E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

শেরপুরে আউটসোর্সিং কর্মশালা

২০১৪ সেপ্টেম্বর ২২ ১৭:০০:২৯
শেরপুরে আউটসোর্সিং কর্মশালা


শেরপুর প্রতিনিধি :উন্নত দেশে জনবলের সংকট রয়েছে। কিন্ত বাংলাদেশের জনবল সংকট না থাকলেও রয়েছে দক্ষ ও প্রশিক্ষিত লোকের অভাব। অবশ্য বর্তমানে অনেকেই চাকুরীর পেছনে না ছুটে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে ঘরে বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করছে। বাংলাদেশর জনবল ও বেকারত্মের বিষয়টি আমলে নিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার উদ্দেশ্যে কালেরকন্ঠ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি) যৌথভাবে দেশজুড়ে আউটসোর্সিং কর্মশালা শুরু করেছে।

২২ সেপ্টেম্বর সোমবার শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইডডি সমন্বয়কারী সুব্রত রাহা, কালের কন্ঠ জেলা প্রতিনিধি হাকিম বাবুল, শুভ সংঘের আহ্বায়ক তরুণ চক্রবর্তী, কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক আব্দুর রশিদ প্রমুখ।
বিআইডডি’র ম্যানেজার আবু নাঈম কর্মশালাটি সঞ্চালনা করেন। কর্মশালায় কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের আউটসোর্সিং কি, কিভাবে অনলাইনে একাউন্ট খুলতে হয়, কাজ পাওয়া যায়, কাজ ডেলিবারী দিতে হয় এবং কাজের পারিশ্রমিক পাওয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। সেইসাথে প্রথ্যেক অংশগ্রহণকারীকে সহ ২০০ পৃষ্ঠার একটি করে ই-বুক দেওয়া হয়।

(এচ/এসসি/সেপ্টেম্বর২২, ২০১৪)


পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test