E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সিরাজগঞ্জ জেলা আ.লীগের সম্মেলন সফল করার লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় 

২০২২ ফেব্রুয়ারি ২৭ ১৮:০৫:০৩
সিরাজগঞ্জ জেলা আ.লীগের সম্মেলন সফল করার লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষে সাংবাদিকদের সাথে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

রবিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে. এম. হোসেন আলী হাসান। সভার সভাপতি জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও ১৫ আগষ্ট মধ্যরাতে নির্মমভাবে নিহত নেতৃবৃন্দ ও প্রবাসি সরকারের জাতীয় নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধের শহিদ ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মেলনকে সফল করার প্রত্যশা রেখে বক্তব্য রাখেন।

পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস,আব্দুর রউফ মুক্তা (মেয়র), যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না (এমপি),পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন।

এসময় বক্তারা বলেন, আজ ২৮ ফেব্রুয়ারী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সম্মেলনের সকল কার্যক্রম সুসম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনলাইন ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

সম্মেলন উদ্বোধন করবেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, প্রেসিডিয়াম সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের সিটি কপোর্রেশনের মেয়র, জাতীয় চার নেতার অন্যতম শহিদ কামরুজ্জামানের সুযোগ্য সন্তান খায়রুজ্জামান লিটন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আকতার জাহান, নুরুল ইসলাম ঠান্ডু।

বক্তারা বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় অভুতপূর্ব সাফল্য অর্জন করেছেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের কাজ অব্যাহত রাখার জন্য বাংলাদেশকে একটি কার্যনির্ভরশীল উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যে রূপকল্প ঘোষণা করেছে, সেই লক্ষে জেলার আগামী নেতৃত্ব সততা ও যোগ্যতার সাথে উন্নয়নের ধারা এগিয়ে নিতে সক্ষম হবে। তারা বলেন, একটি উংসব মুখর পরিবেশে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এসময় বক্তারা সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং সম্মেলনকে সফল ও সার্থক করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী শেখ,উপদপ্তর সম্পাদক এহসান হাবিব, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ড. জান্নাত আরা হেনরি তালুকদারসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ এর নেতা কর্মী ও স্থানীয় ও জাতিয় প্রিন্ট মিডিয়ার এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

(আই/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test