E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু

২০২২ মার্চ ০২ ১৭:৫২:৩১
সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : প্রায় দেড় মাস বন্ধের পর দেশের প্রাথমিক বিদ্যালয় গুলোর ন্যায় সিরাজগঞ্জে স্বশরীরে প্রাথমিক বিদ্য্যালয় গুলিতে ক্লাস শুরু হয়েছে। আজ বুধবার (২ মার্চ) সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে শিক্ষাথী ও শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। প্রিয় স্কুলে আসতে পেরে দারুন খুশি কোমলমতি শিক্ষার্থীরা। তবে সরকারের দেয়া নির্দেশনা মেনে শুরু হয় এসব শিক্ষপ্রতিষ্ঠান গুলো।

দীর্ঘদিন পর সহপাঠি বন্ধুদের পেয়ে আনন্দিত তারা। একে অপরের সাথে করছে কুশল বিনিময়। শ্রেণিকক্ষগুলো আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়।

সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার ১ হাজার ৬৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৪ টা পর্যন্ত। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোয়া ৪ লাখ শিক্ষার্থী রয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন। তিনি বলেন, প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিত মোটামুটি ভালই ছিল। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়া হচ্ছে। তবে এক - দুই দিনের মধ্যে উপস্থিত বাড়বে৷

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মন্ডল বলেন, শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন (সপ্তাহে ছয় দিন)। শিক্ষার্থীদের উপস্থিত।প্রথম দিন খুব একটা ছিল না। তবে আমরা শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনার জন্য বলছি । স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়া হচ্ছে৷ তিনি আরও বলেন, টিকা দেয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না। সকাল থেকে শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয় গুলিতে পরির্দন করছেন।

(আই/এসপি/মার্চ ০২, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test