E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

২০২২ মার্চ ০৮ ১৯:০৩:৪৯
সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য ও শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আজ মঙ্গলবার (৮ মার্চ) নারী দিবসের সকালে জেলা প্রশাসক কার্যালয় কালেক্টরেট চত্বরে বেলুন উড়ানের মধ্যে দিয়ে দিবস পালনের কার্যক্রম শুরু হয়।

পরে সকাল ১১ টায় শহিদ শামসুদ্দিন এ কে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লত মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারহানা ইয়াসমিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জে ও পাবনা আসনের সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আনসার কমান্ডান্টেড মির্জা সিফাত ই খোদা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম শফি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ৩ অ্যাড. কাজী সেলিনা পারভিন পান্না, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, ব্রাক জেলা সমন্বয়কারী রইছ উদ্দিন, ব্রাক সামাজিক ক্ষমতাডন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ডেপুটি ম্যানেজার তরিকুল ইসলাম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. শাহজাহান মিয়া, ব্র্যাক জেন্ডার অ্যান্ড জাস্টিজ ও ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান, অফিসার মো. মাসুদ রানা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তৃতাগণ বলেন, ৮ মার্চ বিশ্ব নারী দিবসের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার ৮ মার্চকে নারী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাদের সমাজের পুরুষের চেয়ে নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। যোগ্যতারন সাথে নারীরা সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়ে দেশ ও জাতির জন্য নিরলস কাজ করে যাচ্ছে। জেলা ও উপজেলাতে বিভিন্ন দপ্তরের বা এনজিও মাধ্যমে আত্মকর্মসংস্থান করে দেশের উন্নয়নের অগ্রগতি জন্য প্রতি নিয়ত জীবন যুদ্ধ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দিক নিদর্শনে সারা বাংলাদেশে নারীদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে মহিলা অধিদপ্তরের মাধ্যমে ও মহিলা সংস্থা ও যুব উন্নয়ন প্রশিক্ষণ। ফলে তারা তাদের সফলতা, অর্জন এবং নিজ নিজ পরিবারকে মুল ধারায় নিয়ে আসতে নিরলস ভাবে কাজ করছেন।

অনুষ্ঠানের শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি থেকে মোছা. বিলকিস পারভীন, সাইদা খাতুন ও মোছা. মনিজা বেগমকে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না সাহসী নারীদের হাতে ক্রেস্ট সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন ।
এদিন বিকেলে ব্রাকের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে গণনাটক প্রদর্শন করা হয়।

(আই/এসপি/মার্চ ০৮, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test