E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

শেরপুর সদর উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি

২০১৪ সেপ্টেম্বর ২৪ ১৬:১১:৪৮
শেরপুর সদর উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি

শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে আগামীকাল ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার সহকারী রিটার্নিং অফিসার ও সদর ইউএনও কার্যালয় থেকে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও পোলিং অফিসাররা ব্যালট পেপার এবং ভোট গ্রহনের উপকরণ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক অপরের বিরুদ্ধে প্রভাব বিস্তার এবং সমর্থকদের মারপিট ও হুমকি-ধমকির বিষয় নিয়ে পাল্টা-পাল্টি অভিযোগ ও সংবাদ সম্মেলন করায় ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। এজন্য নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রণ প্রস্তুতি নিয়েছে।

এ প্রেক্ষিতে আজ বুধবার সকালে শহরের পৌর পার্ক মাঠে শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম নির্বাচনে নিয়োজিত পুলিশ, আমর্স পুলিশ ও ব্যাটেলিয়ান আনসারদের নিয়ে এক সমাবেশ করেন। এসভায় পুলিশ সুপার যেকোন মূল্যে নির্বাচনে পেশী শক্তিকে প্রতিহত করার অঙ্গিকার করে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যকে নির্দেশনা প্রদান করেন।

রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সর্বাধিক ১৬৮০ জন আনসার, ১৩০০ পুলিশ সহ ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন ব্যাটেলিয়ান আনসার, ২ প্লাটুন র‌্যাব এবং ২ প্লাটুন সেনাসদস্য নিয়োজিত রয়েছে। সেইসাথে পুলিশের ৩৮ টি মোবাইল ফোর্স, ১৫ টি স্ট্রাইকিং ফোর্স, ১৩ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একটি করে ভ্রাম্যমান আদালত কাজ করবে। বিশেষ পরিস্থিতির জন্য আরো ১০০ পুলিশ সদস্য রিজার্ভে রাখা হয়েছে।

রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দার আলী বলেছেন, আমি ভোটারদের আশ্বস্ত করতে চাই, নির্বাচনে কোন সহিংসতা মেনে নেওয়া হবেনা। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবসহ পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর প্রতীক থাকলেও ইতোমধ্যে আওয়ামীলীগ ও বিএনপি’র বিদ্রোহী দুই প্রার্থী সরে দাঁড়িয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদরের ১৪ ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৭৫৫ জন। এখানে মোট ভোটকেন্দের সংখ্যা হলো ১৪০ টি।

উল্লেখ্য, গত ২৩ মার্চ ৪র্থ দফায় শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও আইনী জটিলতায় সেসময় নির্বাচন স্থগিত হয়ে যায়। আইনী জটিলতা শেষে নির্বাচন কমিশন ২৫ সেপ্টেম্বর নির্বাচনে ভোটগ্রহনের নতুন তারিখ নির্ধারন করে।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test