E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝিনাইদহে যুবলীগ নেতার কব্জি কর্তন!

২০২২ মার্চ ১১ ১৮:০২:৪৮
ঝিনাইদহে যুবলীগ নেতার কব্জি কর্তন!

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে কুপিয়ে আলী নামে এক যুবলীগ নেতার হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এসময় আরও তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বড় শিমলা গ্রামের আবুল হাসেমের ছেলে হযরত আলী, আমজাদ আলীর ছেলে জামির হোসেন ও জহির হোসেন এবং বাদু মণ্ডলের ছেলে জাকির হোসেন।

স্থানীয়রা জানায়, গ্রামের স্কুল মাঠের কোনায় বসে ছিল আলী। এসময় গ্রামের আসাদুল ইসলাম, সোহেল হোসেন ও ফজেরসহ কয়েকজন এসে তার উপরে হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে তিনি স্কুল মাঠের পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানেও হামলা চালায় তারা।

আলিকে রক্ষা করতে এগিয়ে এলে জামির, জহির ও জাকিরকেও কুপিয়ে জখম করে তারা। এসময় কুপিয়ে আলীর ডান হাতের কব্জি কেটে ও দুই পায়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত জমির হোসেন জানান, আলীকে রক্ষা করতে গিয়ে তাদের দুই ভায়ের উপরেও হামলা চালানো হয়েছে।আলীর ডান হাতের কব্জি কেটে ফেলা হয়েছে। দুই পায়ের অবস্থাও খারাপ।

শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির চৌধুরি জানান, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। যারা হামলা করেছে তারা সবাই পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থক ছিল। আর আলী ছিল বিজয়ী মেম্বর প্রার্থীর সমর্থক।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজগর আলী জানান, আহত ৪ জনের মধ্যে তিনজনকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এর মধ্যে আলীর অবস্থা গুরুত্বর। তার ডান হাতের কব্জি কেটে পড়ে গেছে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, একজনের হাতের কব্জি কেটে ফেলার কথা শুনেছি। হামলার ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

(একে/এসপি/মার্চ ১১, ২০২২)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test