E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সিলেটে হাওড় থেকে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

২০২২ মার্চ ১৩ ১৩:০২:৪১
সিলেটে হাওড় থেকে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আবুল কাশেম রুমন, সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জের হাওড় থেকে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বটেরটল হাওড়ে বোরোর আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এ সময় ব্যাগ হাতে মাঠে যান এক ব্যক্তি। বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী পরিচয় দিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।

কৃষকদের সঙ্গে জমিতে পানিসেচ, ফলনসহ বিভিন্ন বিষয়ে কথা বলার একপর্যায়ে হাওড়ে কাজ করা হাবিবুর রহমান ওরফে গেদা (৪২) নামের এক ব্যক্তির পাশে গিয়ে তাকে জাপটে ধরেন ওই ব্যক্তি। এ সময় হাবিবুর রহমান পালানোর চেষ্টা করেও বিফল হন।

হঠাৎ এমন কাণ্ড দেখে আশপাশে থাকা কৃষকেরা বিস্মিত হয়ে যান। তবে পরে জানতে পারেন, এনজিও কর্মী পরিচয়ে আসা ব্যক্তি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব রায়। শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে বটেরটল হাওড়ে এ ঘটনা ঘটে।

সিলেট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হাবিবুর রহমান পৃথক ডাকাতি ও অস্ত্র মামলার প্রতিটিতে ১০ বছর করে সাজাপ্রাপ্ত। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে ওই দুই মামলার রায় হয়। এর আগে থেকেই পলাতক হাবিবুর রহমান। হাবিবুর বটেরটল গ্রামেরই বাসিন্দা।

হাবিবুরের বিরুদ্ধে সম্প্রতি কোম্পানীগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ তাঁকে খুঁজে বের তাঁকে খুঁজে বের করতে তৎপর হয়। একপর্যায়ে হাওরে কৃষিকাজ করার কথা জানতে পারে পুলিশ। তাকে গ্রেফতারের প্রস্তুতি নেয়।

(একেআর/এএস/মার্চ ১৩, ২০২২)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test