E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

২০১৪ সেপ্টেম্বর ২৫ ১৪:৪৬:৫৩
কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য জেলা শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্মচারীদের মধ্য থেকে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়।

প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পক্ষে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের যৌথ স্বাক্ষরে জেপ্রাশিঅ/কুষ/৪৩০ নম্বর স্মারকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, শ্রেষ্ঠ ইউএনও হিসেবে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে মিরপুর উপজেলার সুলতানপুর হাজী আব্দুর রশিদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার, শ্রেষ্ঠ কাব শিশু কুমারখালী উপজেলার শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র জুবায়ের ইবনে মজিদ, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে একই উপজেলার নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম জিয়াউল কবীর আল হাসান, শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে দৌলতপুর উপজেলার ১০নং খাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মদিনা খাতুন, শ্রেষ্ঠ এসএমসি মিরপুর উপজেলার আমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মকবুল হোসেন, শ্রেষ্ঠ কাব শিক্ষক খোকসা উপজেলার শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাহাঙ্গীর কবির, শ্রেষ্ঠ কর্মচারী খোকসা উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রেজাউল করিম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার হিসেবে খোকসা উপজেলার সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে সদর উপজেলা শিক্ষা অফিসার অহিদুল ইসলাম, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমানো বিদ্যালয় হিসেবে বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।

(কেকে/এনডি/সেপ্টেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test