E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মধুখালীতে বিদ্যালয়ের ভবন উদ্বোধন

২০২২ মার্চ ২১ ১৬:৪৬:৪৪
মধুখালীতে বিদ্যালয়ের ভবন উদ্বোধন

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : ফরিদপুরের মধুখালীতে নরকোনা গ্রামে অবস্থি আব্দুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টায় নরকোনা আব্দুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরাজ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও নবনির্মিত ৪তলা ভবন উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আবদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হামিদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, এ্যাড. আলীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, প্রচার সম্পাদক আতিয়ার ররহমান মিয়, তথ্য ও গবেষনা সম্পাদক শাহ্ মোঃ ফারুক হোসেন, সহ প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, সহ দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, শ্রমবিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম পাচু, মেগচামী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কাশেম মৃধা, সাধারন সম্পাদক প্রভাষ চন্দ্র সরকার, ইউপি সদস্য দেবব্রত দাস সহ প্রমুখ।

আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। ৪তলা নবনির্মিত ভবনটি প্রায় পৌনে তিন কোটি টাকায় ব্যায়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করে ।

(এম/এসপি/মার্চ ২১, ২০২২)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test