E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় বধ্যভূমিতে অস্থায়ী স্মৃতি সৌধ নির্মাণ করে পুষ্পস্তবক অর্পণ

২০২২ মার্চ ২৫ ১৫:০৮:১৬
সাতক্ষীরায় বধ্যভূমিতে অস্থায়ী স্মৃতি সৌধ নির্মাণ করে পুষ্পস্তবক অর্পণ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলায় দীনেশ কর্মকারের বাড়িতে বধ্যভূমি সংরক্ষণ ও গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদালয় চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় নবনির্মিত শহীদ বেদীতে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সকাল ১০টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণহত্যা দিবস উপরক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীরে সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার মশিউর রহমান মশু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাস প্রমুখ।

বক্তারা ১৯৭১ এর গণহত্যা দিবসের ৫০ বছর পর হলেও অস্থায়ী স্মৃতিসৌধ নির্মিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন।

তবে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর বলেন, সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় চত্বরে শুক্রবার অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো আবেদনটি পেলেই নির্ধারিত নকশা অনুযায়ি দীনেশ কর্মকারের জমির নির্ধারিত বধ্যভূমিতে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

এদিকে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা বধ্যভূমি সংরক্ষন ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির পক্ষ থেকে দীনেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমিতে মামবাতি প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণ করা হবে।

(আরকে/এএস/মার্চ ২৫, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test