E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

অক্সিজেন অভাবে সেই রাশিদার তিন সন্তানের মধ্যে একটির মৃত্যু

২০২২ মার্চ ২৭ ১৮:৪৪:৫৭
অক্সিজেন অভাবে সেই রাশিদার তিন সন্তানের মধ্যে একটির মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : একইসাথে জন্ম নেওয়া রাশিদার তিন সন্তানের মধ্যে একটির মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর একটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে নিজ বাড়িতে মারা যায় শিশুটি। মারা যাওয়া শিশুটির বাবার নাম রাজু ইসলাম।

শ্বেতপুর গ্রামের নির্মাণ শ্রমিক রাজু ইসলামের স্ত্রী রাশিদা খানম (২৭) জানান, গত ২৪ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের ফারজানা ক্লিনিকে তার একই সাথে দু’টি মেয়ে ও একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। নয় মাসে বাচ্চা হওয়ায় বাচ্চাগুলো খুব দুর্বল ছিল। বাচ্চাদের অক্সিজেন সংকট দেখা দেওয়ায় স্বজনদের মাধ্যমে জরুরী ভিত্তিতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলাকালে বরিবার সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য সুপারিশ করে ছাড়পত্র দেওয়া হয়।

রাশিদা খানম জানান, ক্ণিনিকে সিজার করা ও ঔষধ কেনার পাশপাশি সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যেয়ে গত তিন তিনে তাদের ৩০ হাজারের মত টাকা খরচ হয়েছে। স্বামী দিনমজুর হওয়ার কারণে তাদের অতিরিক্ত টাকা সংগ্রহ করে খুলনায় নিয়ে যাওয়া সম্ভব ছিল না। একপর্যায়ে তাকে ও তিন সন্তানকে রবিবার দুপুর হাসপাতাল থেকে বাড়ি আনা হয়। সেখানে অক্সিজেন সংকটের কারণে দুপুর একটার দিকে ছেলে সন্তানটি মারা যায়। অপর দুৎ সন্তানের অবস্থার অবনতি হলে তাদেরকে বিকেল সাড়ে ৫টার দিকে কুল্ল্যার মোড়ে ডাঃ রফিকুল ইসলামের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা ব্যবস্থা না থাকায় বাচ্চ দু'টোকে নিয়ে কি করবেন তা তারা বুঝতে পারছেন না। তবে টাকা যোগাড় করতে সাধ্য মত চেষ্টা করনছেনর তার স্বজনরা। টাকা যোগাড় হলে খুলনায় নিয়ে যাওয়া হবে।

(আরকে/এসপি/মার্চ ২৭, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test