E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ওসমানী হাসপাতালে বন্ধ হচ্ছে টিকার ১ম ও ২য় ডোজ 

২০২২ এপ্রিল ০১ ১৫:২০:৪২
ওসমানী হাসপাতালে বন্ধ হচ্ছে টিকার ১ম ও ২য় ডোজ 

আবুল কাশেম রুমন, সিলেট : সিলেটের ওসমানী হাসপাতালে বন্ধ হচ্ছে ১ম ও দ্বিতীয় ডোজ টিক। শনিবার (২ এপ্রিল) থেকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে বন্ধ হচ্ছে করোনা প্রতিরোধক টিকার ১ম ও দ্বিতীয় ডোজ। এদিন থেকে সেখানে শুধু ভ্যাকসিনের ৩য় ডোজ প্রদান করা হয়।

এছাড়াও এদিন ওসমানী হাসপাতালের টিকা কেন্দ্রটি ৫তলা থেকে নীচতলায় স্থানান্তর করা হবে। বিষয়টি বৃহস্পতিবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ও ২য় ডোজ যথাসময়ে গ্রহণ করেননি তারা বন্দরবাজারস্থ সিলেট সিটি কর্পোরেশনের নীচতলা স্থাপিত অস্থায়ী টিকাকেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন। এছাড়া কোনো নাগরিকের কোভিড-১৯ ভ্যাকসিন টিকার সনদ সংক্রান্ত প্রয়োজন হলে নগর ভবনের নীচ তলায় স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, নাগরিকদের সুবিধা বিবেচনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলা থেকে টিকা কেন্দ্রে কার্যক্রম স্থানান্তর করে ভবনের নীচতলায় আনা হয়েছে।

(একেআর/এসপি/এপ্রিল ০১, ২০২২)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test