E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুর জেলা কৃষকদলের মানববন্ধন

২০২২ এপ্রিল ০৭ ১৪:২১:৫৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুর জেলা কৃষকদলের মানববন্ধন

দিলীপ চন্দ, ফরিদপুর : দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার ফরিদপুর কোর্ট পাড়ে ফরিদপুর জেলা কৃষক দলের উদ্যোগে উক্ত সংগঠনের আহ্বায়ক  মামুনুর রশীদের  নেতৃত্বে শেরপুর নালিতাবাড়ী উপজেলা কৃষক শফিউদ্দিন এবং রাজশাহী গোদাগাড়ী উপজেলার আপন দুই ভাই রবি মারোতি ও অভিনাথ মারোতি ফসলের জমিতে আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নান্নু জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব এ্যাড. হাবিবুর রহমান হাফিজ, ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অণু, সাধারণ সম্পাদক ইমরুল হাসান কায়েস সহ অন্যান্যরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন বর্তমান সরকার দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতি নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যার্থ হয়েছে।দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতির কারণে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠে গেছে,কিন্তু সরকার কার্যকর কোন পদক্ষেপই গ্রহণ করছে না। কারণ তাদের মনোনিত ডিলাররা কারসাজি করে দ্রব্যের দাম বাড়িয়ে দিচ্ছে।তাই বিএনপি নেতৃবৃন্দকে এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।এছাড়াও তারা রাজশাহীতে ফসলের জমিতে নিহত দুই ভাই রবি মারোতি ও অভিনাথ মারোতির নিহত হওয়ার সুষ্ঠু তদন্তের দাবি করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

(ডিসি/এএস/এপ্রিল ০৭, ২০২২)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test