E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লক্ষ্মীপুর মহিলা ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

২০২২ মে ২৭ ১৮:৩৫:৪০
লক্ষ্মীপুর মহিলা ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

শিমুল সাহা, লক্ষ্মীপুর : বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় ফুড গার্ডেন এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি বনশ্রী পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভানু নাগের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, এড. জহরলাল ভৌমিক, সদস্য এড. শৈবাল কান্তি সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. রতন লাল ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শিমুল সাহা, কমলনগর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি এড. মিলন মন্ডল, সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শিপন মজুমদার, সাধারণ সম্পাদক শম্ভুলাল মজুমদার, পৌর ঐক্য পরিষদের সভাপতি বিশ্বনাথ সাহা, চন্দ্রগঞ্জ থানা ঐক্য পরিষদের সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক দীপক দেবনাথ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজবিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক ঝুটন কুরী প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে মহিলা ঐক্য পরিষদের সদস্যদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(এসএস/এএস/মে ২৭, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test