E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোয়ালন্দে কৃষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ 

২০২২ জুন ০৮ ১৮:৩১:২৭
গোয়ালন্দে কৃষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ 

এম এ হীরা, গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের অভিয়োগ পাওয়া গেছে মোজাম্মেল শেখ (৫০) নামে এক কৃষকের বিরুদ্ধে। অভিযুক্ত কৃষক ছোটভাকলা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের তোরাপ শেখের ছেলে।

এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা গত ৩০মে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

ওই স্কুল ছাত্রীর মা জানান, তার মেয়ে বিষ্ণুপুর ব্র্যাক শিশু নিকেতন বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে লেখাপড়া করে। গত ১৭মে বেলা সাড়ে দশটার দিকে স্কুল থেকে পড়া শেষ করে মাঠের ভেতর দিয়ে বাড়ি ফিরছিলেন। ছোটভাকলা ইউনিয়নের চাকিরতালুক গ্রামের মাঠের মধ্যে থাকা স্থানীয় ৫সন্তানের জনক মোজাম্মেল শেখ তাকে জরুরী কথা আছে বলে কাছে ডেকে নিয়ে তার মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। আমার মেয়ে বাড়ি এসে আমাকে সবকিছু খুলে বললে, তখন আমি আমার স্বামীকে ঘটনাটি বলি। সে গত- ৩০মে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মোজাম্মেলের স্ত্রী জানান, তার স্বামী মোজাম্মেল ধর্ষণের সাথে জড়িত নয়। কিন্তু ধর্ষণের বিষয় প্রমাণিত হয় তাহলে তার যে শাস্তি হয় তা মেনে নেয়া হবে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনার কয়েক দিন পরে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

(এইচ/এসপি/জুন ০৮, ২০২২)

পাঠকের মতামত:

০৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test