E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

পাংশাবাসীর মুখ উজ্জ্বল করেছে সৌমিক কুন্ডু 

২০২২ জুন ১৯ ০০:২৭:২৭
পাংশাবাসীর মুখ উজ্জ্বল করেছে সৌমিক কুন্ডু 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী কাজী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র সৌমিক কুন্ডু জাতীয় পর্যায়ে একক অভিনয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। চলতি বছরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ভাষা সৈনিক রফিকের পিতা শীর্ষক একক অভিনয়ে মাগুড়াডাঙ্গী কাজী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সৌমিক কুন্ডু সাফল্য অর্জন করে বিদ্যালয়ের সুনামের পাশাপাশি পাংশা উপজেলা বাসির মুখ উজ্জল করেছে।

সে এ প্রতিযোগিতায় ঢাকা বিভাগের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে। সৌমিক কুন্ডু পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি, নাট্যাদলের পাংশার সভাপতি জেলা পরিষদের সাবেক সদস্য, ক্রীড়ানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর কনিষ্ঠ পুত্র।

সুত্রে জানযায় রাজধানী ঢাকার ন্যাশনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬ জুন ঢাকা বিভাগীয় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়। সেখানে ভাষা সৈনিক রফিকের পিতা শীর্ষক একক অভিনয়ে রাজবাড়ী জেলার হয়ে অংশ নেয় সৌমিক । ফলাফল সৌমিক তৃতীয় স্থান লাভ করে।

প্রতিযোগীতার আগে পাংশা উপজেলা পর্যায়ে ও রাজবাড়ী জেলা পর্যায়ে একক অভিনয়ে প্রথম স্থান অধিকার করেছিল সৌমিক কুন্ডু। ন্যাশনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর জানান, সৌমিক কুন্ডু পাংশা শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের একজন ছাত্র। বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু পুত্র সৌমিক কুন্ডুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

(একে/এসপি/জুন ১৯, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test