E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চারদিন পর রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল শুরু 

২০২২ জুন ২০ ১৮:৩১:৪০
চারদিন পর রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল শুরু 

মিঠুন গোস্বামী, রাজবাড়ী : হঠাৎ পদ্মায় পানি বৃদ্ধির কারণে রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তবে চার দিন বন্ধ থাকার পর সোমবার (২০ জুন) সকাল থেকে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

রাজবাড়ী সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ পদ্মায় পানি বৃদ্ধির কারণে গত বৃহস্পতিবার জৌকুড়া ঘাটের পন্টুন ও সংযোগ সড়ক পানিতে ডুবে যায়। এরপর আমরা দুর্ঘটনা এড়াতে ঘাটটি বন্ধ করে দিই।

তিনি আরও বলেন, আমরা সড়ক বিভাগের পক্ষ থেকে ঘাটটি পুনরায় সচল করার জন্য কাজ করতে থাকি। ঘাট পুনঃস্থাপন ও সংযোগ সড়ক ঠিক করার পর আজ সকাল থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে দুটি ছোট ইউটিলিটি ফেরি চলাচল করছে।

এর আগে গত বৃৃহস্পতিবার (১৬ জুন) পদ্মায় পানি বৃদ্ধির কারণে রাজবাড়ীর জৌকুড়া ঘাটের পন্টুন ও ফেরিঘাটের সংযোগ সড়ক ডুবে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা পাড়ি দিয়েছেন যাত্রীরা।

(এমজি/এসপি/জুন ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test