E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পাথরঘাটায় ফের দুটি হরিণের চামড়া উদ্ধার!

২০২২ জুন ২৪ ১৬:০০:৫৪
পাথরঘাটায় ফের দুটি হরিণের চামড়া উদ্ধার!

পাথরঘাটা প্রতিনিধি : ২৩ জুন বৃহস্পতিবার রাত আটটার দিকে হরিণবাড়ীয়া বিষখালী নদীর শাখা খাল সংলগ্ন খায়গো বাড়ির দক্ষিণ ডালা থেকে  দুটি হরিণের চামড়া উদ্ধার করেছে পাথরঘাটা কোটগার্ট।

এর আগে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে পাথরঘাটার সদর ইউনিয়নের হরিণবাড়িয়া এলাকা থেকে পাচারকালে জবাইকৃত ১৫কেজি হরিণের মাংস, ২টি মাথা,৮টি পা,হরিণের ভুড়ী উদ্ধার করে স্থানীয়রা।

জানা গেছে, চরলাঠিমারা গ্রামের নুর আলম তার মাছের ঘেরে নিয়মিত পাহাড়া দেয়ার সময় একই এলাকার সোনা মিস্ত্রির ছেলে বেলাল (৩০)কে জবাইকৃত হরিণের মাংস মাথা বা ভুঁড়ি বস্তা ভরে মোটরবাইক যোগে পাচারকালে তিনি ডাক চিৎকার দিলে বেলাল ওই বস্তা ফেলে পালিয়ে যায় ।

পরে সংবাদ পেয়ে হরিণঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা আলামিন ঘটনাস্থলে এসে হরিণের মাংস চামড়া মাথা জব্দ করে নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র থেকে বলা হচ্ছে দীর্ঘদিন ধরে এই বেল্লাল সুন্দরবন থেকে হরিণ পাচার করে এনে হরিণবাড়িয়া এলাকা সংলগ্ন তার শ্বশুর হাবিব কাজীর বাড়ীতে জবাই করে বিভিন্ন গোপন রুটে পাচার করে আসছিলো।

এ ব্যাপারে পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ শুক্রবার ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

(এটি/এসপি/জুন ২৪, ২০২২)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test