E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শৈলকুপায় কোরবানির জন্য প্রস্তুত ৩৬ হাজার গবাদি পশু 

২০২২ জুন ৩০ ১৬:১৮:০৪
শৈলকুপায় কোরবানির জন্য প্রস্তুত ৩৬ হাজার গবাদি পশু 

শেখ ইমন, শৈলকুপা : আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় ৩৬ হাজারের বেশী গবাদি পশু মোটাতাজাকরণ করা হয়েছে। কোরবানির জন্য গবাদি পশু মোটাতাজাকরণের মধ্যে রয়েছে গরু, মাহিষ, ছাগল ভেড়া। তবে গত কোরবানির ঈদ উপলক্ষ্যে এবার ৪ হাজার গবাদি পশু কম বলে জানা যায়। উপজেলার খামারিরা জানান, হঠাৎ গোখাদ্যের দাম বৃদ্ধি হওয়ায় তেমন একটা লাভের মুখ দেখবেনা খামারিরা।

উপজেলা প্রানিসম্পদ অফিস সূত্রে জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষ্যে এবার শৈলকুপায় ৩৬ হাজার ৪শত ৩৬ গবাদিপশু মোটাতাজাকরণ করেছে খামারিরা। মোটাতাজাকরনের মধ্যে রয়েছে ষাড় ১১ হাজার ২ শত ৪১, গাভী ৭ হাজার ৮৮, বলদ ২ হাজার ৪ শত ৯৫,মহিষ ৮শত ৮৩, ছাগল ১৩ হাজার ৮শত ২৩ এবং ভেড়া ৯শত ১৭টি।

শৈলকুপা পৌর এলাকার খামারি সাবেক কাউন্সিলর নাজের আলী বলেন, তিনি এবার ৫টি গরু কোরবানির জন্য মোটাতাজাকরন করেছেন। কয়েকটি গরুর ওজন ১০ থেকে সাড়ে দশ মণের মধ্যে। হঠাৎ গোখাদ্যের দাম বৃদ্ধি হওয়ায় গরু বিক্রির পর লাভ নিয়ে চিন্তায় আছেন তিনি। গরুর দামও আগের তুলনায় তুলনামুলক কমে আসছে। সব মিলে তিনি সহ উপজেলার খামারিরা দুশ্চিন্তায় আছেন বলে জানান।

উপজেলার বারইপাড়া গ্রামের আমির আলী বিশ্বাস জানান, এবার তিনি ৩টি পাবনা জাতের ষাড় কোরবানির জন্য মোটাতাজাকরন করেছেন। তিনটা ষাড় ১০ লাখ টাকার উপরে দাম হচ্ছে। গোখাদ্যের দাম বৃদ্ধির কারনে শেষ পর্যন্ত লাভের মুখ দেখবেন কিনা বলতে পারেন না এ খামারি।

উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো: মামুন খান বলেন, শৈলকুপায় এবার ৩৬ হাজার ৪শত ৩৬ গবাদিপশু কোরবানির জন্য মোটাতাজাকরন করা হয়েছে। গত বারের তুলনায় এবার মোটাতাজাকরনের সংখ্যা কম। গোখাদ্যের দাম হঠাৎ বুদ্ধি হওয়ায় খামারিরা আশানুরুপ লাভের মুখ দেখবেননা বলে জানান।

(এসআই/এসপি/জুন ৩০, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test