E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত গোর-এ শহীদ ময়দান

২০২২ জুলাই ০৯ ১৫:৫৮:৩৭
সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত গোর-এ শহীদ ময়দান

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর শহরের গোর-এ-শহীদ বড় ঈদগাহ ময়দানে এশিয়ার সর্ববৃহৎ ঈদ উল আযাহার জামাত অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ তথ্য জানিয়েছেন।

ঈদগা মাঠ পরিদর্শন শেষে হুইপ ইকবালুর রহিম বলেন, শোলাকিয়া একটি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। তবে আয়তনের দিক থেকে দিনাজপুরের ঈদগাহ চার গুণ বড়। এ মাঠের আয়তন প্রায় ২২ একর। উপমহাদেশে এত বড় ঈদগাহ আর নেই। এখানে ঈদের নামাজ আদায় করতে দিনাজপুরসহ পাশের জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা আসেন।

ঈদের জামাত আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার ছয় লাখের বেশি মানুষ এ মাঠে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা ব্যক্ত করেন হুইপ।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহ মাঠজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকবে। সিসিটিভি স্থাপনের পাশাপাশি রয়েছে, গোয়েন্দা নজরদারি। মাঠের আশপাশে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন।

তিনি জানান, সকাল সাড়ে ৮'টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামের দায়িত্ব পালন করবেন মাওলানা শামসুল ইসলাম কাসেমী।

(এস/এসপি/জুলাই ০৯, ২০২২)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test