E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দৌলতদিয়ায় কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড়

২০২২ জুলাই ১৫ ১৭:৫৩:০৬
দৌলতদিয়ায় কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড়

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে কর্মমূখী মানুষের উপচে পড়া ঢল দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে।

শুক্রবার (১৫ জুলাই) সকাল থেকেই দেখাযায় কর্মমুখি মানুষের চাপ, ফেরি ঘাটে। ফেরিতে উঠতে যাত্রীদের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। ঘাট এলাকায় পরিবহনের দীর্ঘ লাইন ও দেখা যায়।

এদিন বেলা ১ টার কিছু পরে শুধু যাত্রী ও মোটরসাইকেল নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে পাটুরিয়ার ছেড়ে যায় রোরো ফেরি ‘মতিউর রহমান।এ সময় যাত্রী ও মোটরসাইকেলের চাপে কোনো যানবাহন ফেরিতে উঠতে পারেনি। এছাড়া যাত্রীদের চাপে ফেরি থেকে যানবাহন নামতেও বেশ বেগ পেতে হয়েছে। ফলে প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর ফেরিটি ছেড়ে যায়।

বিআইড‌ব্লিউটিসি সূত্রে জানা যায়, ঈদে শেষে অতিরিক্ত যানবাহন ও যাত্রীর চাপ সামাল দি‌তে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌ-রু‌টে মোট ২১টি লঞ্চ ও ১‌০টি বড়ফে‌রি ১১ টি ছোট ফেরি চলাচল করছে। যাতেকরে ভোগা‌ন্তি ও অপেক্ষা ছাড়াই কর্মস্থলে ফিরতে পারে দক্ষিন পঁচিমাণঞ্চলের লাখ লাখ মানুষ।

দ‌ক্ষিন পঁচিমাণঞ্চ‌লের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে প‌রিচিত রাজবাড়ীর গোয়াল‌ন্দের দৌলত‌দিয়া ঘাট পরিচিত হলেও, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দেশের ব্যস্ততম এ নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ কমতে শুরু করেছে।

ঢাকা মূখি যাত্রী জাহিদ হাসান বলেন, আমি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছি। পরিবহনের টিকিট না পেয়ে লোকাল গাড়িতে করে ঘাট অব্দি আসছি। তবে স্বাভাবিক সময়ের থেকে প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে ঘাট অব্দি আসছি। ফেরিতেও ২৫ টার ভাড়া ৫০ টাকা দিতে হয়েছে। এর পরেও লাইনে দাঁড়িয়ে ফেরিতে উঠতে হচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এ রুটে পর্যাপ্ত ফেরি থাকায় অপেক্ষা ছাড়াই ফেরিতে উঠছে যানবাহন। ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।

(একেএমজি/এসপি/জুলাই ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test