E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

জামালপুরে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

২০২২ জুলাই ১৭ ১৬:৫৮:০৮
জামালপুরে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পুলিশের সমস্যা নিরূপণ ও নিরসনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে মোটর সাইকেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে পুলিশকে দেওয়া হয়েছে সতর্ক থাকার নির্দেশনা।

রবিবার (১৭ জুলাই) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মানবিক খেতাবে ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

জুলাই মাসের এ সভায় পুলিশের সকল সমস্যার কথা শোনে তা সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন পুলিশ সুপার। সেই সঙ্গে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন তিনি।

পুলিশ সুপার বলেন, পুলিশের মোটর সাইকেল চালনায় পারদর্শিতাসহ সতর্কতা থাকা জরুরি। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটক ব্যবহারেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা দরকার। এ বিষয়ে যথাযথ নির্দেশনা পালন করবেন প্রতিটি পুলিশ সদস্য।

তিনি আরও জানান, এ মাসে জেলা কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার জন্য তিন পুলিশ সদস্য আবেদন করেন। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/জুলাই ১৭, ২০২২)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test