E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

২০২২ আগস্ট ০৯ ১৮:৫৯:১৪
কাপ্তাইয়ে চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাইয়ে ১০০'শত বিশ লিটার চৌলাইমদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।

সোমবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৪টা দিকে কাপ্তাই থানাধীন ৫নং ওয়াগ্গা ইউপিস্থ বড়ইছড়ি বাজারে কাপ্তাই থানা পুলিশ কর্তৃক এসআই ওমরা খাঁন, এসআই আল আমিন, এএসআই লিটন মিয়া''ও সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করার সময়
একটি অটোরিক্সা (সিএনজি) ঘাগড়া টু কাপ্তাই সড়ক পথে আসার সময় সন্দেহজনক হলে অটোরিক্সা'কে থামার সংকেত দিলে অটোরিক্সা'কে রেখে ড্রাইভার পালিয়ে যায়।এসময় গাড়িটি তল্লাশী করে ইঞ্জিন বক্স থেকে প্রায় ৩ টি প্লাস্টিকের বস্তা ৪০ টি করে স্যালাইনের প্যাকেটে ১২০ লিটার চোলাই মদ এবং অটোরিক্সাসহ জব্দ করা হয় এসময় চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ ইয়াছিন (৩৫) ও রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি বড়ুয়া পাড়ার সুমন বড়ুয়ার ছেলে পয়েল বড়ুয়া'কে গ্রেফতার করা হয়।

কাপ্তাই থানা ইনচার্জ জসিম উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারীদের বিরুদ্ধে কাপ্তাই থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে মামলা নম্বর ০২ তারিখঃ০৯ আগস্ট ২০২২। মঙ্গলবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

(আরএম/এসপি/আগস্ট ০৯, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test