E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নগরকান্দায় ট্রাকভর্তি পলিথিনসহ আটক ২

২০২২ সেপ্টেম্বর ১৬ ১৪:৩০:৪১
নগরকান্দায় ট্রাকভর্তি পলিথিনসহ আটক ২

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ট্রাকভর্তি ৫ টন নিষিদ্ধ পলিথিন সহ ২ জনকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেনের নির্দেশে নগরকান্দা থানার এস, আই মাসুদ, এ এস আই আজিজ, এ এস আই জালাল অভিযান পরিচালনা করে ৬ টা ৪৫ মিনিটে ঢাকা-খুলনা বিশ্বরোডের জয়বাংলা মোড় নামক স্হান থেকে নিষিদ্ধ পলিথিন ভর্তি একটি ট্রাক সহ দুইজন কে আটক করে।

বরিশাল-ট ১১-০১৭৭ নং পলিথিন বোঝায় ট্রাকসহ আটককৃত ট্রাক ড্রাইভার আলামিন (২৫)ও হেলপার আরিজুল ওরফে আজিজুল (২৪)কে থানায় নিয়ে আসলে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু (নির্বাহী মাজিস্ট্রেট) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কালো লঙ্ঘন ১৯৯৫, ১৫ ভারা টেবিল কলম ৫ এর ৬/ক ধারায় ১০ হাজার টাকা জরিমানায় ট্রাকের ড্রাইভার ও হেলপার কে ছেড়ে দেয় এবং পলিথিন বোঝাই ট্রাক থানায় আটক রাখে।

আটককৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের পাঠানো হবে বলে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী মাজিস্ট্রেট বর্তমান নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু এ প্রতিবেদককে জানান।

ট্রাকের ড্রাইভার আলামিন বলেন, ঢাকা কেরানীগঞ্জ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবে এই মালবাহী ট্রাক।পথেমধ্যে ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস আই সোহান প্রথমে গাড়ীটি আটক করলে গাড়িতে নিষিদ্ধ পলিথিন আছে বলে জানি।ড্রাইভার বলেন আমরাতো ড্রাইভার হিসাবে আজ বদলী ট্রাক চালিয়ে আসছি, টাকার বিনিময়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনলেও পুনরায় আবার নগরকান্দা থানার পুলিশের হাতে আটক হই।

নিষিদ্ধ পলিথিন বোঝাই ট্রাক আটক করে ছেড়ে দেওয়ার বিষয় ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস আই সোহানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

(পিবি/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test