E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ফরিদপুরে আ.লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল 

২০২২ সেপ্টেম্বর ১৮ ১৮:২৯:৪২
ফরিদপুরে আ.লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল 

দিলীপ চন্দ, ফরিদপুর : সারাদেশে বিএনপির নেতা কর্মীদের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ফরিদপুরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের আলিপুরের শেখ রাসেল স্কয়ার থেকে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ার, উপস্থিত ছিলেন জেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল হাসান প্লাবন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান প্রলয়, চর মাধবদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তুহিনুর রহমান, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এজাজ খান, সাবেক সহ-সভাপতি হাসিবুর রহমান জামী সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন ফরিদপুরে বিএনপি'র কোন অপ তৎপরতা চালাতে দেয়া হবে না। তারা বলেন সারাদেশে বিএনপির নৈরাজ্য সন্ত্রাস মেনে নেওয়া হবে না।

বক্তারা বলেন বিরোধীদল দেশে অশান্তি সৃষ্টি করছে। তারা দেশের উন্নয়ন মূলক কার্যক্রমকে বাধাগ্রস্থ করছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test