E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় কিশোরকে হত্যা চেষ্টা!

২০২২ সেপ্টেম্বর ১৮ ২০:১৪:০২
ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় কিশোরকে হত্যা চেষ্টা!

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় এক কিশোরকে হত্যার চেষ্টা করেছে একদল কিশোর গ্যাং। ফরিদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের মাদক সেবন ও মাদক বিক্রি দিন দিন বেড়েই চলেছে।

এই মাদক বিক্রিতে বাধা প্রদান করায় আবিদ হাসান (১৯)নামের এক কিশোরকে ডেকে নিয়ে হত্যা চেষ্টা করেছে একদল কিশোর জ্ঞানের সদস্যরা । ঘটনাটি ঘটেছে ১৭ সেপ্টেম্বর রবিবার আনুমানিক দুপুর ২.৩০ টার সময়। ফরিদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের শাকিব মোল্লা (২০) পিতাঃ-ইয়াসিন মোল্লা, রাব্বি (২০) পিতাঃ- রাফিজ, আমিনুর রহমান অমি, কোকো (২০) পিতাঃ- মিজানুর রহমান মিনান, উভয় সং পশ্চিম খাবাসপুর, কানিজ সড়ক এবং মেহেদী (২৪) পিতা-মৃত ইলিয়াস মোল্লা, গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক নতুন বাজার সংলগ্ন। আক্কাস (২০) পিতাঃ- আয়নাল বাবু সং- পশ্চিম খাবাসপুর আব্দুল আলী সড়ক। শান্ত (১৯) পিতাঃ- হাইলাক সং গোয়ালচামট মোল্লা বাড়ী সড়ক, নতুন বাজার। সর্ব থানা কোতোয়ালি।

এই কিশোর গ্যাং এর সদস্যরা দুপুরে আবিদ হাসানকে তার নিজ বাড়ি থেকে ডেকে এনে দেশীয় অস্ত্র দা, ছেন, লোহার রড,,চাপাতি দিয়ে বেধড়ক পেটান। এক পর্যায়ে আবিদ হাসান এর চিৎকারে স্থানীয় লোকজন চলে আসায় কিশোর গাংর এর সদস্যরা পালিয়ে যায়, যাবার সময় তাকে পরবর্তীতে পেলে হত্যা করবে এমন হুমকি দিয়ে যায় এবং সাথে থাকা ২৪০০০ টাকা দানের ১ টি MI note 8 Pro নিয়ে যায়।

এসময় স্থানীয়রা আবিদ হাসানকে মুমূর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে আবিদ হাসান এর পিতা আমিনুল ইসলাম ফরিদপুর কোতোয়ালি থানায় এদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।

আবিদ হাসান এর পিতা আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান অনেকদিন ধরে এই কিশোর গ্যাং এর সদস্যরা মাদক ব্যবসা এবং মাদক সেবন করে আসছে। মাদক সেবন ও বিক্রিতে বাধা দিলে মাদক ব্যবসায়ীরা বাধা প্রদানকারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঘরবাড়ি ভেঙে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়। আমার ছেলে বাড়ির সামনে মাদক সেবন না কারার জন্য বাধা দেয়ায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করে। আমি পুলিশ প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি।

(ডিসি/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২২)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test