E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় নগরকান্দায় দোয়া মাহফিল 

২০২২ সেপ্টেম্বর ২১ ১৯:১২:৪০
সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় নগরকান্দায় দোয়া মাহফিল 

সালথা প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফরিদপুরের নগরকান্দায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

নগরকান্দা উপজেলা পরিষদের আয়োজনে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে (বাদ আসর) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর মেয়র নিমাই সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ।

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী, গত ১১ সেপ্টেম্বর রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন।

(এএন/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test