E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সরিষাবাড়ীতে ইজিবাইক উল্টে খাদে পড়ে চালক নিহত

২০২২ সেপ্টেম্বর ২২ ১৮:৪২:৫৫
সরিষাবাড়ীতে ইজিবাইক উল্টে খাদে পড়ে চালক নিহত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে ইজিবাইক উল্টে খাদে পড়ে চালক শাহজাহান আলী (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ঝালুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল গ্রামের আবুল হোসেনের ছেলে।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক জানান, দুপুরে যাত্রী নিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন চালক শাহজাহান। পথিমধ্যে ঝালুপাড়া এলাকায় পৌঁছলে ইজিবাইক উল্টে খাদে পড়ে আহত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে তিনি মারা যান।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test