E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মহানগর বিএনপির শোক র‌্যালিতে হিরন ও শিশিরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

২০২২ অক্টোবর ০৭ ১৫:১৫:৫৫
মহানগর বিএনপির শোক র‌্যালিতে হিরন ও শিশিরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

এমডি অভি, নারায়ণগঞ্জ : সারাদেশে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত কর্মীদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত শোক র‌্যালি ও প্রতিবাদ সভায় বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরন ও বন্দর উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন শিশিরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে খানপুর থেকে নারায়ণগঞ্জ হুশিয়ারী সমিতির সামনে এসে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভায় অংশ নেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে ও সরকারের সমালোচনা করে দূর্নীতি, গুম, খুন, হত্যা, লুটপাটের বিরুদ্ধে শ্লোগান দিয়ে শহরের রাজপথ কে প্রকম্পিত করে তোলেন।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বন্দর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আহম্মেদ শাহিন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন শাহ, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন, সদস্য গোলাপ, উপজেলা বিএনপি নেতা গোলজার, শাহজাহান, বন্দর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব রাইয়্যান, মদনপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাশেদ, সহ-সভাপতি রিফাত সহ বন্দর উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমও/এসপি/অক্টোবর ০৭, ২০২২)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test