E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মধুখালীতে শিক্ষার গুণগত মানোন্নয়নে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময়

২০২২ নভেম্বর ০১ ১৭:১০:৫৪
মধুখালীতে শিক্ষার গুণগত মানোন্নয়নে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময়

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : ফরিদপুরের মধুখালী মাধ্যমিক শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক ও বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. নাজির হোসেন মৃধা, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল মুনসুর, আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসার সুপার মো.শহিদুল ইসলাম, কাপাষহাটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ গুহসহ প্রমুখ। বক্তাগণ শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা বক্তব্যে তুলে ধরেন।

(এম/এসপি/নভেম্বর ০১, ২০২২)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test