E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঝিনাইগাতীতে খাদ্য আইনের দাবি জানালো আদিবাসী নারীরা

২০১৪ অক্টোবর ১৫ ১৭:৪০:৪৯
ঝিনাইগাতীতে খাদ্য আইনের দাবি জানালো আদিবাসী নারীরা

শেরপুর প্রতিনিধি : ক্ষেতজুড়ে ওই সোনার ধান, নারী শ্রমের অবদান-শ্লোগানে খাদ্য অধিকার আইন প্রণয়ন করে নারী অধিকার সংরক্ষের দাবি জানিয়েছে শেরপুরের আদিবাসী নারীরা। খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযান কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতীতে আয়োজিত এক সেমিনারে এ দাবি জানানো হয়। বিশ্ব খাদ্য দিবসকে সামনে রেখে ১৫ অক্টোবর বুধবার অক্সফাম জিবি, সিএসআরএল এবং গ্রো’র সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসবিসি দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।

ঝিনাইগাতী এসবিসি সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন এসবিসি’র সভাপতি রবেতা এবং এটি সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক নিলিপ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সুদিন চিরান, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি প্রমোদ রেমা, নারী নেত্রী মাহমুদা খাতুন, এসডিএ মিশনের পাষ্টার শিমযোন চিরান, র‌্যাসডোর ব্যবস্থাপক নেপাল সুন্দর, পিএইচসি’র ব্যবস্থাপক সমীর কুমার সরকার, সাংবাদিক সমিতির সভাপতি খলিলুর রহমান প্রমূখ। বক্তারা নারীকে সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার বলে উল্লেখ করে তাদের ওপর থেকে সকল প্রকার বৈষম্য বিলোপের উপর গুরুতারোপ করেন। সেমিনারে অর্ধশতাধিক আদিবাসী কৃষাণী অংশগ্রহণ করেন।

(এইচবি/এএস/অক্টোবর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test