E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বাধা উপেক্ষা করে কুমিল্লায় জনস্রোত আসছে’

২০২২ নভেম্বর ২৫ ১৫:৩৫:১৪
‘বাধা উপেক্ষা করে কুমিল্লায় জনস্রোত আসছে’

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের বাকি আর মাত্র এক দিন। এরই মধ্যে সকাল থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জমায়েত হচ্ছেন।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের দাবি সরকার দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে পথে পথে বাধার সম্মুখীন হচ্ছেন নেতাকর্মীরা। এ বাধা উপেক্ষা করে গণসমাবেশে জনস্রোত আসছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় টাউনহল মাঠে মঞ্চ তৈরির কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, কোনো অপশক্তি আমাদের নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না। সকাল থেকে সারা শহরে মিছিল হচ্ছে। নেতাকর্মী ভরে গেছে শহর। সুতরাং কুমিল্লা মহানগরী জনগণের মহানগরীতে পরিণত হয়েছে। তারাই শনিবারের সমাবেশ সফল করবেন।

সমাবেশের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে। এছাড়া সব বিষয়ে সঠিকভাবে তদারকি চলছে।

গণসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে গণসমাবেশে উপস্থিত থাকার কথা আছে।

(ওএস/এসপি/নভেম্বর ২৫, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test