E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

হরিণাকুণ্ডুতে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

২০২২ ডিসেম্বর ০৫ ১৮:২০:৫০
হরিণাকুণ্ডুতে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হামিদুল ইসলাম জনি (২৪) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল তিনটার দিকে শহরের কসাইমোড় এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার কর পুলিশ। সে উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত যুবকের ওই এলাকায় ‘মুন্সী মোবাইল হাউজ’ নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সকাল থেকে সে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কেনাবেচা করছিল। দুপুরে অনেকের সাথে মসজিদে নামাজ পড়তেও গিয়েছিল। পরে বিকেলে তাঁর বাবা এসে দোকানের মেঝেতে ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

নিহতের বাবা আতিয়ার রহমান মুন্সী জানান, তাঁদের গ্রামের এক ব্যক্তি তাঁকে জানায় তাঁর ছেলেকে কারা মেরে ফেলেছে। পরে তিনি এসে দোকানের মধ্যে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহের গলায় একটি ছুরি বিদ্ধ রয়েছে। তাঁর দুই হাতের কব্জিতেও ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও ঘাতকদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

(একে/এসপি/ডিসেম্বর ০৫, ২০২২)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test