E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরবে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

২০২২ ডিসেম্বর ০৮ ২০:৩০:২৯
ভৈরবে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

মিলাদ হোসেন অপু, ভৈরব : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ভৈরবে জয়িতা সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসমিন শামসুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু।

ভৈরব কিশোর-কিশোরী ক্লাব এর আবৃত্তি প্রশিক্ষক আরজিন রহমান কচি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) কায়সার হামিদ, উপজেলা সমাজসেবা অফিসার রিফ্ফাত জাহান ত্রপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হোসেন সৈকত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুদ রেজা প্রমুখ।

আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের ৫টি ক্যাটাগরিতে ৫ জন জয়িতার হাতে ক্রেস্ট, সনদ তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। এর মধ্যে সফল জননী নারী ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা পান পৌর শহরের কমলপুর পঞ্চবটি এলাকার আলিফ লায়লা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতা পৌর শহরের কমলপুর এলাকার হালিমা তুজস্নিগ্ধা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মেহবুবা ফেরদৌস মিথিলা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করে সফল হওয়ায় শ্রেষ্ঠ জয়িতা পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার ফাতেমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় জয়িতা হয়েছেন চÐিবের মধ্যপাড়া এলাকার ফারজানা আহমেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী করতে অর্থ, শিক্ষাসহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। আজ নারীরা সফল হয়েছে। সারা বাংলাদেশেই জয়িতা সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতেও হাজারো জয়িতা জীবন যুদ্ধে জয়ী হয়ে এগিয়ে যাবে।

(এমএইচএ/এএস/ডিসেম্বর ০৮, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test