E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২০২২ ডিসেম্বর ০৯ ১৫:৫৩:২৭
কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় দুই দিনে পুকুরে ও ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো দেড় বছরের শিশু জিহাদ ও দুই বছরের নুরুল ইসলাম।

আজ শুক্রবার সকালে কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় বাড়ির পাশে ডোবার পানি থেকে উদ্ধার করা হয় শিশু জিহাদের নিথর দেহ। তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি বাড়ির উঠানে খেলা করতে ছিলো মো. সোহাগের ছেলে জিহাদ। এসময় সবার অগোচরে সে ডোবায় পড়ে ডুবে যায়। তাকে উঠানে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শেষে ডোবায় খুজতে নামলে তার মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া বৃহস্পতিবার দুপুরে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছে রাসেল মাতুব্বরের দুই বছরের শিশু নুরুল ইসলাম। সেও বাড়ির উঠানে খেলা করতে ছিলো। সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পড়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

(এমকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test