E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নিখোঁজের পাঁচ বছর পর বাড়ি ফিরলেন আমেনা

২০২২ ডিসেম্বর ১৪ ১৪:৪৩:২২
নিখোঁজের পাঁচ বছর পর বাড়ি ফিরলেন আমেনা

শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার সদর : দীর্ঘ ৫ বছর ধরে নিখোঁজ থাকা পঞ্চগড় জেলার মানসিক ভারসাম্যহীন আমেনা বেগমকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশ।

মঙ্গলবার ১৩ ডিসেম্বর আমেনা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর ধরে নিখোঁজ ছিল পঞ্চগড় জেলার মানসিক ভারসাম্যহীন এই নারী। অস্বাভাবিক অবস্থায় আমেনা বেগমকে জুড়ীতে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় এলাকাবাসি। পরে পুলিশ জুড়ী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।

আমেনা বেগমের সাথে কথা বলে তার পরিবারের ঠিকানা এবং মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়। পরে পরিবারের সাথে যোগাযোগ করে তাকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।

দীর্ঘ ৫ বছর পর স্বামী তার স্ত্রীকে এবং সন্তান তার মা কে ফিরে পেয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আমেনা বেগমের পরিবার জুড়ী থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ‘সাধারণ মানুষের কল্যানে কাজ করাই পুলিশের লক্ষ্য। আজ আমাদের সামান্য সহযোগিতায় সন্তান তার মাকে ফিরে পেল। আমাদের এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি জুড়ী থানা পুলিশ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

(এস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test