E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কেশবপুরে ট্রাক্টরে মাটি বহনে রাস্তার ক্ষতির অভিযোগ

২০২২ ডিসেম্বর ২৩ ১৭:৩৮:০২
কেশবপুরে ট্রাক্টরে মাটি বহনে রাস্তার ক্ষতির অভিযোগ

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে ট্রাক্টর-ট্রলিতে মাটি বহন করায় রাস্তার ক্ষয়ক্ষতি হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দোরমুটিয়া গ্রামের বাসিন্দা গৃহবধূ রোজিনা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দোরমুটিয়া গ্রামের গাজীপাড়ায় চলাচলের মাটির রাস্তা ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ট্রাক্টর-টলি দিয়ে মাটি বহন করছে। ফলে রাস্তাটি ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি আশেপাশের বসতবাড়ির ক্ষতি হচ্ছে। ওই গাড়ির বেপরোয়া চলাচলের কারণে শিশুসহ জনসাধারণের চলাচলেও বিঘ্ন ঘটছে।

দোরমুটিয়া গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার কামাল উদ্দীন বলেন, এলাকার কিছু মানুষ নিজ জমির উপর দিয়ে নতুন রাস্তা তৈরির জন্য স্কেভেটর মেশিন নিয়ে আসে। গ্রামের একটি পক্ষ বাধা দিলে স্কেভেটর মেশিন ফিরে গেছে। ট্রাক্টর-ট্রলিতে মাটি বহন করা হচ্ছে না।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী বিশ্বজিৎ দত্ত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

(এসএ/এসপি/ডিসেম্বর ২৩, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test