E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইউপি নির্বাচন

দশমিনায় স্বতন্ত্র প্রার্থীর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ 

২০২২ ডিসেম্বর ২৮ ১৮:০৯:৪৪
দশমিনায় স্বতন্ত্র প্রার্থীর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ 

সঞ্জিব দাস, গলাচিপা : দশমিনা উপজেলার রনগোপালদী ইউপি নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেনের (হোসেন হাওলাদার) মেয়েসহ কর্মী সমর্থকদের বেদম মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর ছেলেসহ কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। তবে, অভিযোগ মানতে নারাজ নৌকার প্রার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মাদ হোসেনের মেয়ে কারিমা বেগম ৩ নারীকে নিয়ে মঙ্গলবার ৮ নং ওয়ার্ডের পাতারচর গ্রামে পোলিং এজেন্ট সংগ্রহ করতে যান। এ সময় নৌকার প্রার্থী আবদুল আজিজের ছেলে শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠু বাবু ও রাকিব মাস্টারসহ প্রায় ৯ জন মিলে তাদের বেদম মারধর করেন। পরে তাদের শ্লীলতাহানি এবং সঙ্গে থাকা দুটি মোবাইল ছিনিয়ে নেন নৌকার প্রার্থীর লোকজন। এছাড়াও পরবর্তিতে আনারস প্রতীকের নির্বাচনি কাজে কাউকে পেলে হত্যার হুমকি দেয় বলে লিখিত অভিযোগে দাবি করা হয়।

অভিযোগের বিষয় নৌকার প্রার্থী মো. আবদুল আজিজ বলেন, কাউকে মারধর করা হয়নি। বরং তারা আমাদের লোকজনকে মারধর করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।

(এসডি/এসপি/ডিসেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test