E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পলাশবাড়ীতে প্রকল্পের শ্রমিক দিয়ে নিজ বাড়ীর আঙ্গিনায় মাটি ভরাট করে নিলেন ইউপি চেয়ারম্যান 

২০২৩ জানুয়ারি ০২ ১৮:৪৮:২৩
পলাশবাড়ীতে প্রকল্পের শ্রমিক দিয়ে নিজ বাড়ীর আঙ্গিনায় মাটি ভরাট করে নিলেন ইউপি চেয়ারম্যান 

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে নিজ বাড়ীর আঙ্গিনায় মাটি ভরাট করে নিলেন ৭নং পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান।

আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০২১-২০২২ অর্থ বছরের কর্মসৃজন কর্মসূচি (২য়পর্যায়) ১৪ জন শ্রমিক দিয়ে উক্ত চেয়ারম্যানের নিজ বাড়ীর আঙ্গিনায় মাটি ভরাটের সময় করিয়ে নিচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ প্রায়ই চেয়ারম্যান মাহবুর প্রকল্পের শ্রমিকদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেন।

চেয়ারম্যানের বাড়ীর আঙ্গিনায় মাটি ভরাটের ব্যাপারে শ্রমিকদের জিজ্ঞাসা করলে শ্রমিকরা জানান, আমাদের গ্রুপের সর্দারের নির্দেশে আমরা কাজ করছি।

তবে গ্রুপ সর্দার ইউছুদুল জানান, আমার অত্র ৭নং ওয়ার্ডে ৩১ জন শ্রমিক রয়েছে। গতকাল চেয়ারম্যান ১৪ জন পুরুষ শ্রমিক দিয়ে নিজ বাড়ীতে মাটি কাটার জন্য পাঠাতে বলেছেন। সে অনুযায়ী আমি আজকে ১৪ জন শ্রমিক চেয়ারম্যানের বাড়ীতে পাঠিয়েছি আর অন্য শ্রমিকদের নিয়ে আমি রাস্তায় কাজ করছি।

তবে অত্র ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ১৪ জন শ্রমিক আমি আজকে অনুপস্থিত দেখিয়েছি।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান জানান, আমি সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান জানান, বিষয়টি আমি শুনেছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আর/এসপি/জানুয়ারি ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test