E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুলিয়ারচর পৌর বিএনপির সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা ইউসুফ আলী ভূইয়ার 

২০২৩ জানুয়ারি ১২ ১৭:১২:১৯
কুলিয়ারচর পৌর বিএনপির সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা ইউসুফ আলী ভূইয়ার 

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর বিএনপি’র সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌর এলাকার আদমখাঁরকান্দি গ্রামের মৃত হাজী আব্দুল কাদির ভূইয়ার ছেলে মো. ইউসুফ আলী ভূইয়া (৫২)।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি’র সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে মো. ইউসুফ আলী ভূঁইয়া কুলিয়ারচর পৌর বিএনপি’র সদস্য পদ থেকে পদ ত্যাগের ঘোষণা দিয়ে বলেন, একবার ব্রেন স্টোক হওয়ার পর তাকে ঢাকা সুমনা ক্লিনিকে চিকিৎসা করান তার পরিবার। পরে দুইবার হৃদরোগে আক্রান্ত হওয়ায় ঢাকা ল্যাব এইড হাসপাতাল থেকে একাধিক রিং পরানো হয় তাকে। এছাড়া প্যারালাইসিসে বাম হাত প্রায় অবস হয়ে পড়ায় বিএনপি’র কোন কার্যক্রমে অংশ গ্রহণ করতে সক্ষম না হওয়ায় বিএনপি’র সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছেন বলে জানান তিনি। এখন থেকে তিনি বিএনপি’র কোন কার্যক্রমে অংশগ্রহণ করবেন না বলেও ঘোষনা দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তার স্ত্রী নাছিমা আক্তার পারুল, শ্যালক খন্দকার আব্দুল খাজা ও ভাতিজা মো. মনির উদ্দিন জুয়েল।

(এস/এসপি/জানুয়ারি ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test