E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মদের বোতল নিয়ে টিকটক, ইয়াবাসহ গ্রেফতার

২০২৩ জানুয়ারি ১৯ ১৭:২৮:৫৪
মদের বোতল নিয়ে টিকটক, ইয়াবাসহ গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপা : পটুয়াখালী মদ খেয়ে নাচে গানে নানা ভঙ্গিতে টিকটক করে পরিচিত পাওয়া আমান উল্লাহ আমান (২৮) ওরফে টিকটক আমানকে ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকার আমানের বসতঘরে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করলে আদালত মঙ্গলবার বিকালে আসামিকে জেলহাজতে প্রেরণ করে। গ্রেফতার আমান পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামের আ. ছালাম মৃধার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশর অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে ১১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার আমান উল্লাহ আমান তার টিকটক অ্যাকাউন্টে বিদেশি মদের বোতল নিয়ে এবং মদ পান করে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছে বলেও জানান তিনি।

(এসডি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test