E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রেসক্লাব রাজারহাটের ৩০০ শীতবস্ত্র বিতরণ 

২০২৩ জানুয়ারি ২৪ ১৫:০৮:৫৪
প্রেসক্লাব রাজারহাটের ৩০০ শীতবস্ত্র বিতরণ 

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের প্রেসক্লাব রাজারহাটের উদ্যাগে ৩০০ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব রাজারহাট চত্বরে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। শীতবস্ত্র বিতরণপূর্ব আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম আজিজুল হক, যুগ্ম সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক জাহানুর আলম সোহেল, প্রেসক্লাবের সদস্য রনজিৎ কুমার রায়, এ.এস লিমন, রুবেল আহমেদ, সোহেল রানা প্রমুখ।

দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মো: খলিলুর রহমান পাটোয়ারী ওরফে লাভলু, সাবেক রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান জুয়েল ও নামপ্রকাশে অনিচ্ছুক তিনজন সরকারি কর্মকর্তাসহ সকলকে প্রেসক্লাব রাজারহাটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

(পিএস/এসপি/জানুয়ারি ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test