E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সমাবেশ

২০২৩ জানুয়ারি ২৫ ১৫:৩০:৪০
জামালপুরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সমাবেশ

রাজন্য রুহানি, জামালপুর : ২৫ জানুয়ারি বিএনপির 'গণতন্ত্র হত্যা দিবস' উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে জামালপুরে সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের শফিমিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাওলানা গোলাম রব্বানীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান দুলাল, আহসানুজ্জামান খান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, ইসলামপুর পৌর বিএনপির আহ্বায়ক রেজাউল করিম ঢালি, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর প্রমুখ।

বক্তব্যে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষে বহুদলীয় গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। এতে বাংলাদেশের রাজনীতির পথ রুদ্ধ হয়ে যায়। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 'বহুদলীয় গণতন্ত্র' চালু করে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক গতিধারা চালু করেন।

তিনি আরও বলেন, ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। এ সরকারের বিধায়ঘন্টা বাজিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার আন্দোলনে আমরা রাজপথে থাকবো। তিনি দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

সমাবেশে ৭টি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

(আরআর/এএস/জানুয়ারি ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test