E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় মাদক বিরোধী ৮ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০২৩ জানুয়ারি ২৮ ১৮:২৬:৪২
সালথায় মাদক বিরোধী ৮ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা : মাদককে না বলি, মাদকমুক্ত সুন্দর সমাজ গড়ি, এই স্লোগান সামনে ফরিদপুরের সালথায় মাদক বিরোধী ৮ দলীয় ক্রিকেট টুণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 

আরবিএফ ক্রিকেট একাদশ এর আয়োজনে শনিবার বিকালে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় বল্লভদি একাদশ এর কাছে ৫ উইকেটে জয়লাভ করে রায়ের চর একাদশ।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন গিয়াস, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সাহাদৎ হোসেন, আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন সহ ফুলবাড়িয়া আরবিএফ ক্রিকেট একাদশের নেতৃবৃন্দ।

এসময় মাঠের চারপাশে শত শত দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন। পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওয়াদুদ মাতুব্বর বলেন, আজকের যুবকেরা আগামী দিনের ভবিষ্যত। তাই মাদক ছেড়ে খেলাধুলায় যুবকদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, এলাকা থেকে সংঘর্ষ-মারামারী বন্ধ করতে হবে। তাহলেই আমরা সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারবো।

(এন/এসপি/জানুয়ারি ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test