E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হিমেল হাওয়ার ডাকে আমরা ৮৮'র মিলন মেলা

২০২৩ জানুয়ারি ২৮ ২০:৫২:১৬
হিমেল হাওয়ার ডাকে আমরা ৮৮'র মিলন মেলা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : “সারা দেশ সারা পৃথিবী" এই শ্লোগান সামনে রেখে রাজধানী ঢাকায়  অনুষ্ঠিত হল আমরা ৮৮'র হিমেল হাওয়ার ডাকে এসএসসি ৮৮র অপূর্ব মিলন মেলা।

যমুনা ফিউচার পার্কে শনিবার (২৮ জানুয়ারি) আমরা ৮৮'র আয়োজনে প্রথম এই মিলন মেলায় এসএসসি ৮৮'র বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশ থেকেও এসে অংশ নেয়।

৮৮’র প্রাণের উৎসবে পরিনত হয় হিমেল হাওয়ার ডাকে। দেশে-বিদেশের এসএসসি ৮৮'র দূর-দূরান্ত থেকে প্রায় ৮ শতাধিক বন্ধু অংশ নেয়। এলাকাটি মুখরিত হয়ে ওঠে অভিনয় শিল্পী, গায়ক,যাদু শিল্পী,প্রতিভাধর গুণিজনদের পদচারণায়।

শনিবার সকাল থেকেই ৮৮'র বন্ধুদের পদচারণায় মুখরিত হয়ে যমুনা ফিউচার পার্কের নবাব কনভেনশন হল। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শহীদের স্মরণে এক মিনিট নিরবতা থিম সং এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে ৮৮'বন্ধুদের প্রতিভাধর সন্তানদের সম্মাননা প্রদান গান, যাদু, কবিতা আবৃত্তি সহ ছিলো বর্ণিল আয়োজন।

আমরা ৮৮র ফাউন্ডার মহসিন খান আজিম, অনুষ্ঠানের আহবায়ক দেওয়ান মোহাম্মদ সাজ্জাদ হোসেন,মহসীন রেজা, জিলানী, কাজী মুন্নি, হান্নানসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমরা আছি মানবতার সেবায় সারাদেশ, সারা পৃথিবীতে। আমাদের সন্তানেরা সুস্থ্য সাহিত্য ও সংস্কৃতি চর্চ্চার মাধ্যমেই একজন পূর্ণাঙ্গ মানুষ গড়ে উঠুক। সুস্থ্য সাহিত্য-সংস্কৃতির স্বাদ পেলে দেশে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ মুক্ত থাকে।
অনুষ্ঠানে আমরা ৮৮'র সংকলনের মোড়ক ও প্যানেলের লোগো উন্মোচন করা হয়।আগত ৮৮ বন্ধুদের প্রদান করা হয় বই সহ বিভিন্ন উপহার।

অনুষ্ঠানে অংশ গ্রহণ করে প্রসংশায অভিভুত আগত ৮৮’র বন্ধুরা।

দেশ-বিদেশের ৮৮ বন্ধুদের এই অপূর্ব মিলন মেলা শুধু স্মৃতি নয়,ইতিহাস হয়ে থাকবে,অনেকের হূদয় মনিকোঠায়-এমনটাই বিশ্বাস অংশগ্রহণকারিদের।

(এসএএস/এএস/জানুয়ারি ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test