E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বকশীগঞ্জে শিল্প ও বণিক সমিতির বিশেষ সংবর্ধনা

২০২৩ ফেব্রুয়ারি ০১ ১৮:৫৯:০২
বকশীগঞ্জে শিল্প ও বণিক সমিতির বিশেষ সংবর্ধনা

শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : ঢাকা চেম্বার অব কমার্স আ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ব্যারিষ্টার সামির সাত্তারকে জামালপুরের বকশীগঞ্জের শিল্প ও বণিক সমিতির পক্ষে থেকে সংবর্ধনা দেওয়া হয়। পহেলা ফেব্রুয়ারি বুধবার ১২টায় বকশীগঞ্জ উপজেলা সরকারি গনগন্থগারের বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির আয়োজনে এই সংবর্ধনা আয়োজন করা হয়।

শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ হামিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক বানিজ্য মন্ত্রী এম এ সাত্তার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আ'লীগের সহ সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, ববকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন সহ বিভিন্ন পেশাজীবি গণমাধ্যমকর্মী প্রমূখ।

এর আগে ঢাকা চেম্বার অব কমার্স আ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ব্যারিষ্টার সামির সাত্তারকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস দিয়ে শুভেচ্ছাও অভিনন্দন জানান।


(এসপি/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০১৩)

পাঠকের মতামত:

১১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test