E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মায়ের সঙ্গে মেলা দেখতে যাওয়া হলোনা বিজয়ের

২০২৩ ফেব্রুয়ারি ০৩ ১৮:০১:০০
মায়ের সঙ্গে মেলা দেখতে যাওয়া হলোনা বিজয়ের

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মায়ের সঙ্গে গ্রামীণ মেলা দেখতে যাওয়ার পথে বিজয় সরকার (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইক উল্টে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত স্কুল ছাত্র নওগাঁ পৌরসভার পুরাতন রেজেস্ট্রি অফিস পাড়ার সুশীল সরকার বাদলের ছেলে। নিহত বিজয় নওগাঁ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্বজন ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে বিজয় তার মার সঙ্গে ইজিবাইকে (চার্জার) করে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় ঐতিহ্যবাহী হিন্দুবাঘা গ্রামীণ মেলা দেখতে যাচ্ছিল।

পথে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরী এলাকায় পৌঁছাতে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইক উল্টে বিজয়, তার মা বর্ষা রাণী ও ছোট বোন শ্রদ্ধা সরকার আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test