E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শ্রীবরদীতে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

২০১৪ অক্টোবর ২০ ১৬:১২:৪৫
শ্রীবরদীতে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে। শেরপুর-শ্রীবরদী সড়কের ভারেরা বাজার সংলগ্ন এলাকায় ২০ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু শামা (৩৫) পার্শ্ববর্তী শংকর ঘোষ গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করলে ওই সড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আবু শামা বাই-সাইকেল চালিয়ে বাড়ী থেকে শ্রীবরদী বাজারে যাওয়ার পথে ভারেরা বাজার সংলগ্ন মোড়ে শেরপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এসময় স্থানীয় লোকজন বিক্ষুদ্ধ রাস্তা অবরোধ ও ট্রাকটি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের চাচা মিজার উদ্দিন জানান, আবু শামা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। তার দুই সন্তানের মধ্যে মেয়ে আঁখি ৪র্থ শ্রেণীতে পড়ে এবং ছেলে কাউছার (২)। সেই ছিল সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

শ্রীবরদী থানার ওসি বেলায়েত হোসেনউদ্দিন তরফদার জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

(এইচবি/এএস/অক্টোবর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test