E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নওগাঁয় বাড়ির অংশ নিয়ে বিরোধ 

বহিরাগত সন্ত্রাসীদের এনে প্রাচীর তুলে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে ছোট ভাই, এলাকায় তোলপাড়

২০২৩ মার্চ ০৩ ১৭:০৮:৪০
বহিরাগত সন্ত্রাসীদের এনে প্রাচীর তুলে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে ছোট ভাই, এলাকায় তোলপাড়

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের দক্ষিণ পার-নওগাঁ মহল্লায় বিশিষ্ট ব্যবসায়ী মনোরঞ্জন রায়ের বাড়ির সামনের ফটকে প্রাচীর তুলে যাতায়াতের পথ অবরুদ্ধ করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মনোরঞ্জন রায়ের ছোট ভাই গোপাল চন্দ্র রায় বহিরাগত কিছুু মাস্তান এনে এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মনোরঞ্জন রায়ের পুত্র রাহুল রায় বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করলে আদালত উল্লেখিত স্থানে সকল প্রকার নির্মান কাজ বন্ধ রাখার জন উভয় পক্ষকে নির্দেশ প্রদান করেন।

জানা গেছে, পৈত্রিক সূত্রে প্রাপ্ত পার-নওগঁ মৌজার ২২৩৭ নং দাগে ০৮৭২ সহঃ জমিতে ২টি বাসার মালিক হন মনোরহ্জন রায ও গোপার রায। তাদের বাবা মারা যাবার পর তারা দুই ভাই বাসা দুটির মালিক হন। পরে ২০১৮ সালে এক পারিবারিক বৈঠকে লিখিতভাবে সিদ্ধান্ত হয়, রাস্তা সংলগ্ন জমিটির পূর্ব অংশ এবং পূর্ব উত্তর কর্ণরে ১০ ফুটজায়গা সম্পূর্ন উভয়পক্ষ পারিবারিকভাবে ব্যবহার করতে পারবেন। তবে কোন পক্ষই কোন প্রাচীর তুলতে পারবে না। এ অবস্থায় রবিবার সকালে সকল বিধি নিষেধ উপেক্ষা করে বহিরাগত কিছু মস্তানএনে গোপাল চন্দ্র তার বড় ভাই মনোরঞ্জন রায়ের বাড়ির প্রধান দরজার সামনে ইটদিয়ে প্রাচীর তুলে দেন।

এসময় বাধা দিতে গেলে গোপাল চন্দ্র রায়ের ভাড়াটে লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজনকে হত্যার হুমকি দেয়।। এসময় সন্ত্রাসীরা মনোরঞ্জন রায়ের ছেলে রাহুল রায়ের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয় এবং বাসার সিসি ক্যামেরা ভেঙ্গে দেয় বলে অভিযাগ করা হয়।

মনোরঞ্জন রায়ের ছেলে রুহুল রায় জানান, ঘটনার সময় বাবা চিকিৎসার জন্য ভারতে ছিলেন। সেই সুযোগো তারা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে এসব তান্ডব চালায়। বাধ্য হয়ে আমি থানার আশ্রয় নেই। তবে এখনো বিষয়টির কোন সমাধান হয়নি। গোটা পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

(বিএস/এসপি/মার্চ ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test